দারুল হাদীস অ্যারাবিক মাদরাসা প্রকল্প

দারুল হাদীস অ্যারাবিক মাদরাসা

ইমাম বুখারী ট্রাস্ট -এর অন্যতম একটি প্রকল্প হচ্ছে “দারুল হাদীস অ্যারাবিক মাদরাসা”। দারুল হাদীস অ্যারাবিক মাদরাসা হবে একটি প্রাইভেট ধারার মাদরাসা। এখানে আরবী, ইংরেজি ও বাংলা তিনটি ভাষার উপরেই গুরুত্ব প্রদান করা হবে।

Third Image

এখানে প্রধানত তিনটি সেকশন থাকবেঃ

  • প্রাথমিক সেকশন
  • মাধ্যমিক সেকশন
  • উচ্চ মাধ্যমিক সেকশন

কারিকুলামে যেসব বিষয় এই মাদরাসার অন্তর্ভুক্ত থাকবে

  • তা’লীমুল কুরআন
  • হিফযুল কুরআন
  • ইসলাম শিক্ষা
  • ভাষা জ্ঞান (বাংলা, আরবী ও ইংরেজি
  • সমাজ বিজ্ঞান
  • কারিগরী শিক্ষা

মাদ্রাসার বৈশিষ্ট্য

  • দারুল হাদীস অ্যারাবিক মাদরাসায় অষ্টম শ্রেণী পর্যন্ত থাকবে একমুখী শিক্ষাব্যবস্থা।
  • দশম হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত থাকবে জয়েন্ট এডুকেশন সিস্টেম, যাতে শিক্ষার্থীরা উচ্চতর পর্যায়ে যে কোন ডিসিপ্লিনে তাদের শিক্ষা সমাপ্ত করতে পারে।
  • ছেলে মেয়ে উভয় প্রকার শিক্ষার্থীদের জন্য পৃথক আবাসিক ও অনাবাসিক উভয় ব্যবস্থাই থাকবে।
  • মূল শিক্ষার পাশাপাশি কো-কারিকুলার তথা সহ-পাঠ্যক্রম সংক্রান্ত শিক্ষার ব্যবস্থা থাকবে।