চেয়ারম্যান এর বানী

الْحَمْدُ لِلَّهِ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ وَمَنْ وَالَاهُ وَبَعْدُ.

সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে অহীর জ্ঞান দিয়েছেন এবং সুন্দর-সমৃদ্ধ জীবন দান করেছেন। দরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয়নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর এবং তাঁর পরিবার পরিজন ও সাহাবীগণের ওপর।

২০১৭ সালে ইমাম বুখারী ট্রাস্ট শিক্ষা, সমাজ উন্নয়ন ও দীনি কার্যক্রমকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়। এর সর্বপ্রথম প্রকল্প হলো- ইমাম বুখারী জামে মাসজিদ কমপ্লেক্স বাংলাদেশ এবং দ্বিতীয় প্রকল্প হলো- কুল্লিয়াতুল কুরআনিল কারীমসহ একগুচ্ছ একাডেমিক কার্যক্রম। ইসলামের শুরু থেকে মাসজিদ আল-হারাম মক্কা ও মাসজিদ আন-নাবাবী মদীনা, ঈমান-আকীদা, ইবাদত শিক্ষা ও নৈতিকতা শিক্ষা দানের পাশাপাশি জ্ঞানের ও সত্যের প্রচার-প্রসার ও বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে আসছে। পৃথিবীর সকল মুসলিমদের অত্যন্ত প্রিয় স্থান এবং আদর্শের কেন্দ্রবিন্দু হিসাবে বিবেচিত এ দুটো মাসজিদকে অনুকরণ করে ইমাম বুখারী জামে মাসজিদ কমপ্লেক্স বেশ কিছু কার্যক্রম চালানোর অঙ্গিকার নিয়ে যাত্রা শুরু করেছে। এর সাথে বেশ কিছু একাডেমিক পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। কারণ, জ্ঞানার্জন ও জ্ঞানের সাধনা এবং জ্ঞান বিতরণই একটি জাতির সমৃদ্ধির প্রধান কারণ। অতএব জ্ঞানার্জন ও বুদ্ধিবৃত্তিক চর্চা ছাড়া কোনো মুসলিম সমাজ কোনোদিক থেকেই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে না। ফলে শিক্ষার্জন এবং শিক্ষাদান সাধারণভাবে সকল জাতির এবং বিশেষভাবে মুসলিম জাতির সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ ও সবচেয়ে বড় অগ্রাধিকারযোগ্য বিষয়।

পাশাপাশি সমাজের মানুষের নানামুখী সমস্যাকে সামনে রেখে ইমাম বুখারী ট্রাস্ট সমাজ হিতকর বিভিন্ন কার্যক্রমও হাতে নেওয়ার পরিকল্পনা নিয়েছে। সমাজের সকল বয়সী অবহেলিত-বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক কর্তব্য। সে চেতনা থেকেই ইমাম বুখারী ট্রাস্ট তার সকল দাতব্য কার্যক্রম পরিচালনা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

আমরা আশা করছি, এ মহান কাজে মুসলিম সমাজের ভাই-বোনেরা এগিয়ে আসবেন, অংশগ্রহণ করবেন, আমাদের উদবুদ্ধ করবেন এবং কার্যক্রমগুলোকে সফল করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। ইমাম বুখারী জামে মাসজিদ কমপ্লেক্স ও একাডেমিক প্রকল্পসমূহ বাস্তবায়নে মুসলিম সমাজের ভাই-বোনেরা এগিয়ে আসবেন, অংশগ্রহণ করবেন, আমাদের উদ্বুদ্ধ করবেন এবং কার্যক্রমগুলোকে সফল করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।

পাশাপাশি আল্লাহর কাছে দুআ করছি, তিনি যেন আমাদের সকল মহৎ প্রচেষ্টা কবুল করেন এবন আত্মগঠন ও সমাজকে আলোকিত করার এই মহান ব্রতকে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছিয়ে দেন।

هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى وآله وصحبه أجمعين

আল্লাহ আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর পরিবার ও তাঁর সকল সাহাবীকে রহমত দান করুন।

বিনীত

ড. মোহাম্মদ মানজুরে ইলাহী

চেয়ারম্যান

ইমাম বুখারী ট্রাস্ট